
ই-কমার্স বলতে আসলে কি বোঝায় ? ইলেকট্রনিক কমার্স– এখন কমার্স বলতে আমরা বাণিজ্য বুঝি আর এই বাণিজ্য যখন অনলাইনে হয় তখনই তা ই-কমার্স , এখন এই বাণিজ্য কাদের মধ্যে হতে পারে ? কোথায় হতে পারে ? আর কীভাবেই বা হতে পারে ? মূলত বাণিজ্য টি একটি মার্কেট ওয়েবসাইটের সাহায্য নিয়ে হতে পারে,.বাণিজ্য টি বিভিন্ন রকম হতে পারে, যেমন- B2B, B2C, C2B,এবার আসেন ই-কমার্স বুককিপিং নিয়ে, বাণিজ্য তো হয়ে গেল লেনদেনও ঘটে গেল মাসের শেষে আয়-ব্যয়ের হিসাব চাচ্ছেন, আপনি আদৌ জানেন না লাভ করেছেন না লস করেছেন, আপনার ট্যাক্স রিটার্নের চিন্তা আপনার মাথায় আছে, এখন আপনি কি করবেন? তখনি আসে বুক কিপিং এর প্রয়োজনীয়তা,,,,,,,,,,এবার মূল কথায় আসি একজন ই-কমার্স কিপারের বুককিপিং করার আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার :প্রথমত আপনাকে অবশ্যই মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে কিভাবে, কি কি প্ল্যান আছে তাদের, চার্জ গুলো কি কি, যেহেতু আপনি একজন বুক কিপার, আপনাকে অবশ্যই জানতে হবে খরচগুলো কি নিচ্ছে, কেন নিচ্ছে, আর কীভাবেই বা নিচ্ছে ? সবই আপনার নখদর্পনে থাকতে হবে |আসুন বিষয়টি একটি উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করি,,,,,,যেমন ধরুন আপনি একজন অনলাইন সেলার যে আমাজনে বিজনেস করে তার হিসাব নিয়ে বসলেন,, আপনাকে জানতে হবে সে কি বিজনেস প্ল্যান নিয়েছে ? সে কি সেল করছে, প্রোডাক্ট গুলো কি কি, সেকি FBA নিয়েছে নাকি FBM নিয়েছে কারণ সেলস টেক্স ক্যালকুলেশনের সময় এবং ইনভেন্টরি ক্যালকুলেশনে সময় এই বিষয়টি আপনার লাগবে | PPC অ্যাড করেছে কিনা ? তার পেমেন্ট গেটওয় গুলো কি কি আছে ?কারণ পেমেন্ট গেটওয় গুলো তাদের নিজস্ব কিছু খরচ কেটে নেয় |এবার আসি রিয়েল বুককিপিং নিয়ে,,,,,,,মার্কেটপ্লেস গুলো অর্ডার কমপ্লিট হওয়ার পর সমস্ত খরচ গুলো কেটে নিয়ে একটি নির্দিষ্ট সময় পর কাস্টমার কে তার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট পাঠায় |আপনাকে জানতে হবে কোন মার্কেটপ্লেস কতদিন পরপর টাকা পেমেন্ট দেয় এবং কী কী খরচ তারা কেটে নেয়, সে হিসেব অনুযায়ী আপনাকে সে ক্যালকুলেশন টা তৈরি করতে হবে এবং ট্রিটমেন্ট দিতে হবে আপনার একাউন্টিং সফট্ওয়ারে | আসুন উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি……….মনে করি, আপনি ব্যাংকের স্টেটমেন্ট পেলেন, ক্রেডিট সাইডে অ্যামাজন থেকে টাকা রিসিভ করেছেন, মনে করলেন সেটা অ্যামাজন সেলস, আদৌ কি সেটা আপনার অরিজিনাল সেলস? না ,,সেটা আপনার নেট সেলস.| আপনাকে অবশ্যই একটা জারনাল তৈরি করতে হবে, মূল সেলস থেকে সমস্ত খরচ গুলো বাদ দিয়ে নেট সেলসের ক্যালকুলেশন শীট তৈরি করতে হবে এবং সফট্ওয়ারে গিয়ে সেটা বুক করতে হবে | সময় স্বল্পতায় লেখাটুকু বড় করতে পারলাম না আশা করি চালিয়ে যেতে পারবো………. আপনাদের মতামতের অপেক্ষায়,,,,,,,,,