ভর্তির প্রক্রিয়া
Warning: Trying to access array offset on value of type null in /home/oqwugpm0texu/public_html/wp-content/plugins/elementor/includes/base/controls-stack.php on line 1576
Warning: Trying to access array offset on value of type null in /home/oqwugpm0texu/public_html/wp-content/plugins/elementor/includes/base/controls-stack.php on line 1578
নিম্নের লিংক থেকে গুগুল ফর্মটি পূরণ করতে হবে। গুগল ফর্মের লিঙ্ক আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইনটারভিউ এর জন্য আমাদের WhatsApp number এ টেক্সট করুন-
https://wa.me/447311099483
OR
https://wa.me/447424874313
ফর্ম পূরণ করা হলে, আমাদের ভার্চুয়াল অফিস রুমে এসে আপনার ইন্টারভিউ সম্পন্ন করতে হবে। ভার্চুয়াল অফিস রুমের লিংক এবং সময় আমাদের ফেইসবুক পেইজ এবং গ্রুপে জানিয়ে দেওয়া হবে।
ইন্টারভিউ সম্পন্ন হলে পেমেন্ট করে আমাদের এই নাম্বারে (00447311099483) মানি রিসিপ্ট সেন্ড করবেন। যেকোন প্রয়োজনে আমরাই আপনার সাথে যোগাযোগ করবো।
Payment Option
Bank Transfer or Bkash .No Credit Card
ট্রেনিং নিয়ে যত প্রশ্ন
- লাইভ ক্লাশ 50 টি, সপ্তাহে 3 দিন ক্লাশ। কোন কারণে ক্লাশ লেকচার মিস করলে সাপোর্ট ক্লাশে প্র্যাকটিস করবেন।
- অন ডিমান্ড ক্লাশ লেকচার।
- ৩ টা এক্সাম,6 টি এক্যাউন্টস তৈরী করতে হবে, রিয়েল ডাটা দিয়ে।
- রিভিউ ক্লাশ
- ২৪/৭ অনলাইন সাপোর্ট ট্রেনিংচলাকালীন সময়ে।
- ট্রেনিং শেষে, প্রথম 24 সপ্তাহ সাপোর্ট পাবেন । এরপরও আমাদের Alumni গ্রুপে এক্সেস পাবেন।
- LMS ( Learning Management System ) এ মোট ১৫ মাস ফ্রি এক্সেস থাকবে, এরপর ন্যুনতম বার্ষিক ফি প্রযোজ্য হবে।
এছাড়া-
E-Commerce Bookkeeping
Legal Bookkeeping- রেকর্ডেড ক্লাস দেয়া হবে, কোন লাইভ ক্লাস বা ডেটা দেয়া হবে না।
Property Bookkeeping
এই তিনটি ট্রেনিং ফ্রি দেয়া হচ্ছে সীমিত সময়ের জন।
আপনিই ভাল বলতে পারবেন,আপনার যদি ডাবল এন্ট্রি কন্সেপ্ট ক্লিয়ার না থাকে তবে সেটা ক্লিয়ার করে নিতে হবে ট্রেনিং এর আগেই। শুধু তাই নয়,ট্রেনিং চকাকালীন সময়ে,আপনি যদি সপ্তাহে ১৬-২০ ঘন্টা প্র্যাক্টিস এ সময় দিতে না পারেন,সেক্ষত্রে ট্রেনিং না করাই ভাল।
যাদের দরকার হবে , তাদের জন্য তিন দিনের Access to Bookkeeping ,(বেসিক বুককিপিং ট্রেনিং ) হবে।
৩ দিন। ৩ দিন ই হাতে কলমে প্র্যাকটিস হবে।। ২-২.৫ ঘন্টা প্রতি ক্লাশ।
সময় রাত শনিবার ৮.৩০ টা অথবা রাত ১০.৩০ টা হতে শুরু হবে।
সোম ও বুধবার রাত ৯টা-১১ টা
না,ফ্রি ভার্সন পাওয়া যায়।
আমরা রিয়াল ক্লায়েন্ট ডাটা দিব।
জি আছে,এবং ওয়ান টু ওয়ান রিভিঊ হবে।
১২সপ্তাহ প্র্যাক্টিস করতে পারবেন,আমরা ফিডব্যাক দিব।
ফেসবুক/ হোয়াটস এপ গ্রুপে টেক্নিক্যাল সাপোর্ট পাবেন।এই মূহুর্তে কোন নির্ধারিত সময়সীমা নেই।প্রতিদিন রাত দুইটা পর্যন্ত সাপোর্ট পাবেন।
না ভাই,আমরা জব দিব না।
৪ টি ক্লাশ হবে,এছাড়া সফল ফ্রিল্যন্সাররা নিয়মিত অভিজ্ঞতা শেয়ার করবেন।
না ভাই,কোনভাবেই যায় না,যে লেভেল এর ট্রেনিং দেয়া হয়,এর কম কোনভাবেই করানো সম্ভব না।
উচু মানের ট্রেনিং সবচাইতে কম খরচে বাংলাদেশে আমরাই পরিচালনা করছি।FinTech BPO বাংলদেশের একমাত্র প্রতিষ্ঠান ,যারা UK Qualified , UK Licensed Acountants এর মাধ্যমে ট্রেইনিং পরিচালনা করছে।
আমরা কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান না,কোন ধরনের লাভ-ক্ষতির তোয়াক্কা না করে,এই ট্রেনিং পরিচালনা করছি।
এই মানের ট্রেনিং এর কোন খোজ আপনি পেলে আমাদেরকে জানানোর বিনীত অনুরোধ রইল।
হ্যা।
অফলাইনে আমাদের কোন কার্যক্রম নেই।
আমদের হেড অফিস, বার্কিং , লন্ডনে। বাংলাদেশে ঢাকার অফিস টি মূলত আমাদের ফার্মের ব্যাক অফিস হিসেবে ব্যবহার হয়। এই অফিসে ট্রেনিং প্রদান করা হয় না।
না,Fintech BPo Service ছাড়া, অন্য কোন প্রতিষ্ঠান নেই।
ভর্তি হওয়ার 7 দিনের ভেতর, ভর্তি বাতিল করলে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন,এই অফারও আর কোন প্রতিষ্ঠান দিলে,আমাদেরকে জানানোর অনুরোধ রইল।
পরিশেষে একটা কথা বলতে চাই,এই ট্রেনিং করার পর আপনি লাখ লাখ টাকা কামাবেন,এই ধরনের কোন দিবাস্বপ্ন নিয়ে ভর্তি হবেন না,প্লিজ।
ধন্যবাদ।
আপনি কিভাবে কাজ পাবেন এবং কিভাবে কাজ করবেন, এই বিষয়ে ট্রেনিং এবং সাপোর্ট দিব। কিন্তু আমরা সরাসরি কোন কাজ বা ক্লায়েন্ট দিব না, বা কোন ইনকাম গ্যারান্টি দিব না।

