
Event Detail
- Start Date 13/05/2025
- Start Time 10:00 AM
- End Date 30/05/2025
- End Time 05:00 PM
- Location Zoom Live
পেশার স্বীকৃতি ও সম্মাননা একজন পেশাজীবীকে তাঁর কাজে আরও আগ্রহী করে তোলে এবং বাড়িয়ে তোলে দায়িত্ববোধ। পশ্চিমা বিশ্বে বুককিপিং একটি স্বীকৃত ও রেগুলেটেড প্রফেশন।
২০২০ সাল থেকে FinTech BPO বাংলাদেশে বুককিপিং পেশার পরিচিতি বৃদ্ধি, দক্ষ বুককিপার তৈরির লক্ষ্যে নানামুখী কার্যক্রম চালিয়ে আসছে। এর ফলও এসেছে আশাজনক — দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের বুককিপার, যারা আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত নিজেদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন।
এই যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ, FinTech BPO গত বছর থেকে চালু করেছে একটি প্রেস্টিজিয়াস প্রোগ্রাম — “Bookkeeper of the year “
এই বছর প্রোগ্রামটি আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে। এবার ৫টি ক্যাটাগরিতে ৫ জন বুককিপারকে সম্মানিত করা হবে।
ইভেন্টে অংশ নিতে চাইলে ফর্মটি দ্রুত পূরণ করুন।
Google Form : https://forms.gle/Jhvm7YqqLvnFkVed8